পাকিস্তানে পৃথক দুটি হামলায় নিহত ২৫, আহত ৪০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভিন্ন ভিন্ন জেলায় পৃথক দুটি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ নিহত ও আহত হয়েছেন আরো ৪০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।

৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগের দিনই এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের নিউজপোর্টাল দ্য নিউজ জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ হামলাটি পিশিন জেলার খানোজাই এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে মোটরসাইকেল থেকে করা হয়েছে। এসময় প্রার্থীর কর্মী ও সমর্থকেরা অফিসের সামনে জড়ো হয়ে নির্বাচনি কাজ করছিলেন।

বাকি হামলাটির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

হামলা দুটির পর পাকিস্তানের ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

প্রথম হামলার পর স্বতন্ত্রী প্রার্থী আসফাদিয়ার কাকার জিও নিউজকে জানান, তার অফিসের সামনে এক মোটরসাইকেল থেকে এ আত্মঘাতী হামলা করা হয়েছে।
তিনি বলেন, দেশের শত্রুরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ হামলা করেছে। তবে এ ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।