প্রধানমন্ত্রীত্বের শর্তে নওয়াজের সঙ্গে জোটে যেতে চায় পিপিপি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর প্রধান নওয়াজ শরিফ ভোট গণনায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে এর মধ্যেই নিজেকে জয়ী দাবি করেছেন তিনি। সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে কাছে টানার চেষ্টা শুরু করেছেন তিনি।

পিএমএলএন চাইছে, পিপিপি কে সঙ্গে নিয়ে নতুন জোট গঠন করবে। আর সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ।

বিজ্ঞাপন

এদিকে ভোটের হিসেবে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে, পিএমএলএন এর সাথে জোট গঠন করতে তাদের কোন আপত্তি না থাকলেও নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে দলটির আপত্তি আছে। পিপিপি চায় তাদের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে।

পিপিপির শীর্ষ মুখপাত্র খুরশিদ শাহ পাকিস্তানের জিও নিউজকে বলেন, ‘নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হতে চান। এজন্যই জোট গঠনের তৎপরতা চালাচ্ছেন। জোট সরকারের অংশ হতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তাকে (নওয়াজ) প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই না। আমরা চাই, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আমাদের দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।’

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) নির্বাচনের পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ২৪৫টি আসনের ফলাফল জানা গেছে। সেখানে দেখা গেছে, ৯৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পিটিআই, ৬৯টি আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএলএন। অন্যদিকে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

২৪৫টি আসনের ফলাফল প্রকাশের পর শুক্রবার রাতে লাহোরে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন নওয়াজ শরিফ। সেই ভাষণেই পিএমএলএনের বিজয় ঘোষণা করেন ৭৪ বছর বয়সী এই নেতা।

নিজ বক্তব্যে পিটিআইয়ের নাম উল্লেখ না করে দলটির বিজয়ী প্রার্থীদের পিএমএলএনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন নওয়াজ। তবে পিটিআই নওয়াজ শরিফের সঙ্গে জোট করতে চায় না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।