গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (১২ ফেব্রুয়ারি) বলেছেন, একটি বৃহত্তর চুক্তির অংশ হিসাবে গাজা উপত্যকায় কমপক্ষে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র, যা জিম্মিদের মুক্তিকেও তরান্বিত করবে।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে পাশে নিয়ে হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি জিম্মি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে, যা গাজায় অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং টেকসই শান্তি আনবে।’
বাইডেন আরও বলেন, মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সুরক্ষিত করা দরকার। কারণ, ইসরায়েল ঘনবসতিপূর্ণ জনাকীর্ণ এই এলাকায় একটি স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে। সেখানে ১০ লাখের বেশী ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে এবং আটকা পড়েছে।’
এদিকে, কয়েকদিন আগে সাহায্যের জন্য আবেদন জানানো ছয় বছর বয়সি গাজার মেয়ে হিন্দ রজবের মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করে ইসরায়েলকে ওই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
এ প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘এটি একটি ধ্বংসাত্মক এবং হৃদয়বিদারক ঘটনা। চলমান সংঘর্ষের ফলে অবশ্যই আরও হাজার হাজার শিশু মারা গেছে। আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে ওই ঘটনার জরুরী ভিত্তিতে তদন্তের আহবান জানাচ্ছি।’