মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তার প্রেস মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সংক্রমণে আক্রান্ত মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইন্সস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে হাসপাতালে থাকার কারণে আদালতে মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না মাহাথির। তাই বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে ৯৮ বছর বয়সি মাহাথিরকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

বিজ্ঞাপন

তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।