মুক্তি পেতে যাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দেশটির সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রবিবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছেন।

দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফিরে আসার ছয় মাস পর তিনি মুক্তি পাচ্ছেন।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, বিতর্কিত এ ধনকুবের গত বছরের আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে এ রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই রাজা মাহা ভাজিরালংকর্ন তার সাজা এক বছর কমিয়ে দেন।

থাকসিন দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান।

বিজ্ঞাপন

একটি ফ্লাইটে ওঠার আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেন, ‘থাকসিনকে ১৮ তারিখে মুক্তি দেওয়া হবে এবং আইন অনুযায়ীই তা করা হবে।’

এ সপ্তাহের গোড়ার দিকে থাইল্যান্ডের আইন মন্ত্রী তাউই বলেছিলেন, ৭৪ বছর বয়সি থাকসিন ৯৩০ জন বন্দীর মধ্যে থাকবেন, যাদের আগাম মুক্তি মঞ্জুর করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বন্দিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তিনি সেই গ্রুপে রয়েছেন বা ৭০ বছরের বেশি বয়সি।’

থাই গণমাধ্যমের খবরে বলা হয়, থাকসিনকে খুব ভোরে ছেড়ে দেওয়া হতে পারে। তবে স্রেথা বলেছেন, ‘এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না।’