রাশিয়ার তিনটি সুখোই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
পূর্ব ইউক্রেনের আকাশে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাশিয়ার দুটি এসইউ-৩৪ এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
দেশটির বিমানবাহিনী প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।
ইউক্রেনের বিমানবাহিনী প্রধান মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে লিখেছেন, ‘শনিবার সকালে পূর্ব ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমানবাহিনীর ইউনিটগুলো একসঙ্গে তিনটি শত্রু বিমান ধ্বংস করেছে।’
যদিও ইউক্রেনের দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
তবে, যুদ্ধবিমানগুলো ভূপাতিতের ঘটনা সত্য হলে মস্কোর প্রায় মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকরা।
উন্নত পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর থেকে ফ্রন্টলাইনের কাছাকাছি অঞ্চলে রাশিয়ার বিমান চলাচলের জন্য ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করতে এই অস্ত্রগুলো মোতায়েন করেছে কিয়েভ।