ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের মাবিনয় শহরে একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক ৪০ থেকে ৫০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী নিহত হন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরো দুইজন আহত হয়েছেন।

উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা মাইকেল ক্যাবুগনাসন বলেছেন, গ্রামবাসী বহনকারী খামারের একটি ট্রাক নেগ্রোস দ্বীপের একটি পশুর বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি কংক্রিটের রাস্তা থেকে ছিটকে ১৩১ ফুট নিচে গিয়ে পড়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকার এই বিপজ্জনক মোড়ে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর পেছনে গত দুইদিনের ভারী বৃষ্টি ও রাস্তা পিচ্ছিল হয়ে থাকাকে প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। তবে ট্রাকটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।