‘৯৫ শতাংশ আধুনিক অস্ত্র মজুদ করেছে রাশিয়া’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ান ফেডারেশনের কৌশলগত পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্রের অংশীদারিত্ব ৯৫ শতাংশে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিতৃভূমি দিবসের ডিফেন্ডার উপলক্ষে একটি ভিডিও ভাষণে একথা বলেছেন তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ান সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীতে আধুনিক অস্ত্র ও সরঞ্জামের ভাগ এরই মধ্যে ৯৫ শতাংশ ছুঁয়েছে। এ ধারাবাহিকতায় পারমাণবিক ট্রায়াডের নৌ অংশে প্রায় শতভাগ সফলতা অর্জন করেছে দেশটি।

তিনি বলেন, ‘আমরা নতুন জিরকন হাইপারসনিক মিসাইলের ধারাবাহিক উৎপাদন শুরু করেছি। এর ট্রায়াল অন্যান্য আক্রমণাত্মক ব্যবস্থা সমাপ্তির কাছাকাছি।’
গত ডিসেম্বরে নৌবাহিনীতে নতুন কৌশলগত সাবমেরিন যুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন পুতিন। এর একদিন আগে রাশিয়ান প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এই বোমারু বিমানগুলো পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন

অন্যদিকে কাজানে চারটি টিইউ-১৬০ এম মিসাইল ক্যারিয়ার সশস্ত্র বাহিনীতে স্থানান্তর করা হয়েছে।