দক্ষিণ কোরিয়ায় বাঞ্জি জাম্পিং দিতে গিয়ে একজনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বাঞ্জি জাম্পিং করার সময়ে একজন নারী হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি। গেয়ংগি প্রদেশের স্টারফিল্ড আনসেং মলে একটি ক্রীড়া প্রতিষ্ঠানে তিনি 

বাঞ্জি জাম্প করার চেষ্টা করেছিলেন। তখন এই ঘটনা ঘটে। কিন্তু সাথে সাথেই তার নাম প্রকাশ করা হয়নি। ৬০ বছর বয়সী সেই নারীর মৃত্যুর বিষয়টি শনিবার গণমাধ্যমে জানানো হয়। তিনি আট মিটার উচ্চতা থেকে বাঞ্জি প্ল্যাটফর্মের কংক্রিটের মেঝেতে পড়ে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

গেয়ংগি প্রদেশের পুলিশ বলে, একটি ত্রুটিপূর্ণ ক্যারাবিনার তারের কারণে বাঞ্জি কর্ডটি বিচ্ছিন্ন হয়েছে। এটিই মূলত দড়িটিকে একটি মরীচি বা বেতের সাথে সংযুক্ত করে। পুলিশ এখনও মামলাটি তদন্ত করছে এবং শীঘ্রই আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।