শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘোষণা ফ্লোরিডার গভর্নরের
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস শিশুদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তার এই প্রস্তাবে ভেটো পড়ার আভাস পাওয়া গেছে।
রিপাবলিকান এই গভর্ণর শুক্রবার (১ মার্চ) বলেছেন, ‘আইনপ্রণেতারা প্রস্তাবটি নিয়ে কাজ করছেন। এতে গোপনীয়তা ও পিতা-মাতার অধিকার বিষয়ক সমস্যা
সমাধানের বিষয় নিয়ে কাজ চলছে।’
গভর্ণর এক্স-এ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পিতা-মাতার অধিকারকে সমর্থন দেওয়া দরকার।’
তিনি বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে এইসব বিষয়কে অন্তভূর্ক্তির পর প্রস্তাবটি শিগগিরই আইনে পরিণত হবে।’
এ বিষয়ে মূল প্রস্তাবে ১৬ বছরের নীচের ছেলে-মেয়েদের সামাজিক যোগাযোগমাধ্যমে একাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
এদিকে বিলটির বিরোধিতাকারীরা বলেছেন, ‘কর্তৃপক্ষ নয়, বরং শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি দেখভাল করবে পিতামাতা। গভর্ণরও অনেক সময় বলেছেন, আদরের সন্তানের ওপর নজর রাখার বিষয়ে পিতা-মাতারই অনেক বেশি ক্ষমতা দেওয়া উচিত।’
গভর্ণর রন ডিসান্টিস বলেন, ‘এই সময় স্কুলগুলোতে যৌন শিক্ষা ও লিঙ্গ পরিচয় সম্পর্কিত পাঠ কমিয়ে আনা হয়েছে।’