প্রথমবারের মতো গাজা ভূখণ্ডে বিমান থেকে ত্রাণ ফেললো যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অবরুদ্ধ গাজায় প্রথমবারের মতো বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২ মার্চ) বিকেলে তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট প্যারাসুটের মাধ্যমে ফেলা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বিডেনের ঘোষণার পর জর্ডানের বিমান বাহিনীর সাথে যৌথভাবে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গাজায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসামরিক নাগরিকের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে ১১২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার ত্রাণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন জো বাইডেন। ঘোষণার পরদিনই খাবারের প্যাকেট ফেলল মার্কিন সামরিক বাহিনী।

গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্য একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে বলে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বার্তার মাঝে এ সহায়তা এলো।

বিজ্ঞাপন

মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সি-১৩০ পরিবহন বিমানগুলেঅ ভূখণ্ডের উপকূলে ৩৮ হাজারের বেশি খাবার ফেলেছে।

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর এবং জর্ডানসহ অন্যান্য দেশ গাজায় ত্রাণ পাঠিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটিই প্রথম।