এবার মিসৌরি, মিশিগান ও ইডাহো ককাসে জয়ী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত দলীয় প্রার্থী নির্বাচনে মিসৌরি, মিশিগান ও ইডাহো ককাসে ব্যাপকভাবে জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে এবার রিপাবলিকান দলের প্রাইমারিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন ট্রাম্প।
প্রসঙ্গত, আগামী ৫ই নভেম্বর যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে, তা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে।
ওই তিন রাজ্যে জয়ের পর ৭৭ বছর বয়সী ট্রাম্প ভার্জিনিয়াতে এক র্যালিতে বলেছেন, তিনি রিপাবলিকান দলের মনোনয়নের এক রকেটে আরোহন করেছেন। সর্বশেষ দলীয় মনোনয়নের লড়াইয়ে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। এবার প্রাইমারিতে কোনো একটি রাজ্যেও তিনি জয় নিশ্চিত করতে পারেননি। এমনকি নিজের সাউথ ক্যারোলাইনাতেও তিনি হেরেছেন। শনিবার অনুষ্ঠিত ককাসের ফলে মিসৌরি ও ইডাহোর সব ডেলিগেট পাচ্ছেন ট্রাম্প। মিশিগানও একই পথে।