‘বৈশ্বিক সংকটে ৪ অঞ্চল, সবচেয়ে বিপজ্জনক গাজা’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উদ্ধার কমিটির সভাপতি ডেভিড মিলিব্যান্ড বলেন, বর্তমান পরিস্থিতিতে চারটি অঞ্চল বেশি ঝুঁকিতে রয়েছে। গাজা উপত্যকা, সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) এবং ইউক্রেনের পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি কাজ করছে বলে জানান তিনি।

রোববার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাত পরিস্থিতির জন্য কি ধরনের প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখানো যায় সে বিষয়ে আলোচনা করেন সভাপতি। এমন বৈশ্বিক সংঘাত পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলো অপরিহার্য ভূমিকা রাখবে বলে জানান তিনি।

তিনি আল জাজিরাকে বলেন, সংস্থাটি বিরোধপূর্ণ অঞ্চলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সাহায্য প্রদান করে। বিশেষ করে গাজা উপত্যকাকে বেসামরিক এবং সাহায্য কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করেন তিনি। গাজার পাশাপাশি সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং ইউক্রেনের অশান্তি নিরাময়ে সংস্থাটি তৎপর বলে জানান কমিটির সভাপতি ডেভিড মিলিব্যান্ড।

বিজ্ঞাপন