ধর্মঘট পালনকারী চিকিৎসকদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিবে দক্ষিণ কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থী চিকিৎসকদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিবে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সরকার। মেডিকেল প্রশিক্ষণ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালনকারী চিকিৎসকদের মধ্যে কাজে ফিরে যাওয়ার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সিউল এমন পদক্ষেপ নিচ্ছে বলে সোমবার (৪ মার্চ) জানানো হয়। 

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সাল থেকে মেডিকেল স্কুলে ভর্তি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অন্তত ১০ হাজার জুনিয়র চিকিৎসক ধর্মঘট পালন শুরু করেন। প্রায় দুই সপ্তাহ আগে থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থীরা সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে এসব চিকিৎসকদের গ্রেফতার এবং তাদের লাইসেন্স বাতিলেরও সম্ভাবনা রয়েছে।
এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় সহকারি স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু বলেন, ‘সরকার বারবার কাজে যোগদানের আহ্বান জানানো সত্ত্বেও খুব কম সংখ্যক চিকিৎসক কাজে ফিরেছেন। সরকার আজ থেকে এসব চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের এমন নির্দেশের পর কারা কাজে যোগ দিয়েছে বা যোগ দেয়নি তা খুঁজে বের করতে সোমবার দেশব্যাপী হাসপাতাল পরিদর্শন করা হবে। হাসপাতাল পরিদর্শনকালে যেসব চিকিৎসক অনুপস্থিত থাকবে সরকার তাদের অবহিত করে লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করবে।’