ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪ 

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিংসিটির একটি বাসভবনে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সোমবার (৪ মার্চ) আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কিংসিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (৩ মার্চ) সন্ধ্যায় একটি আবাসিক ভবনে পার্টি চলাকালীন তিনজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী একটি গাড়ি থেকে নেমে বাড়ির সামনের উঠানে থাকা ব্যক্তিদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এছাড়াও আহত আরো তিনজন পুরুষকে চিকিৎসার জন্য সেলিনাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ বিভাগ জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া হামলায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। ঘটনা উদঘাটনে তদন্ত ও জড়িতদের আটকে অভিযান চলছে।