পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টি ও তুষারপাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

মঙ্গলবার (৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে হিমায়িত বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ২২ জনই শিশু। যাদের মধ্যে অনেকেই ভূমিধসে পিষ্ট হয়ে কিংবা ঘরবাড়িতে চাপা পড়ে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও ৫০০ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারী বর্ষণে অনেক দুর্গম অঞ্চলে সড়ক ও মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই।

বিজ্ঞাপন

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ এই অস্বাভাবিক পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করেছেন।
সাধারণত মার্চ মাসে পাকিস্তানে সাধারণত আর্দ্র আবহাওয়া থাকে। এ সময় এ ধরনের তুষারপাত অপ্রত্যাশিত।

মোশতাক আলী শাহ বিবিসিকে বলেন, ‘গ্রীষ্মের শুরুর দিকে হালকা বর্ষণ অস্বাভাবিক নয়, কিন্তু এ রকম তুষারপাত, ঝড়-বৃষ্টি অভূতপূর্ব। আমরা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাচ্ছি না। সম্ভবত বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জেরে এমন ঘটনা ঘটেছে।’