যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের একটি মহাসড়কের কাছে সোমবার (৪ মার্চ) একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে খবরটি জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

ন্যাশভিলের মেট্রোপলিটন পুলিশ বিভাগ সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘বিমানটিতে থাকা ৫ জন দুর্ঘটনায় মারা গেছেন।’ এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটির ধ্বংসাবশেষের একটি ছবিও পোস্ট করেছে ন্যাশভিলের মেট্রোপলিটন পুলিশ বিভাগ। ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্ট এক্স-এ জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভূপাতিত হওয়া বিমানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পান।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারনের উদ্ধৃতি দিয়ে ইউএস মিডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে পাইলট জানিয়েছিলেন যে, বিমানটির ইঞ্জিন কাজ করছে না। এ সময় জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দিয়েছিল ন্যাশভিলের জন সি টিউন বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু, বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এটি দুর্ঘটনায় পতিত হয়।

বিজ্ঞাপন

ডন অ্যারন বলেন, দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।