পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াপ এলাকায় ডাম্পার ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত রিকশার (টোটো) মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ ছয়জন নিহত হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলো বিদ্যুৎ বেড়া(২৯) ও তার স্ত্রী প্রীতি বেড়া (২২), তাদের ছেলে শিশু বিহান বেড়া(২)। এই তিনজনের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। নিহত বাকি তিনজন হলেন হুগলির ভাসতারা এলাকার সৃজা ভট্টাচার্য (২০), পান্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) ও রামপ্রসাদ দাস(৬২)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মার্চ) এই প্রাণহানি ঘটে। এতে টোটোচালক বেঁচে গেলেও যাত্রীরা সবাই মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুড়াপের ২৩ নম্বর জাতীয় সড়কের কংসারিপুর মোড়ে ছয় যাত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকা টোটোর উপরে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক উঠে গেলে টোটোর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতে চিকিৎসকরা ছয়জনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ওই ডাম্পার ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।