তুরস্কের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৫ শিশুসহ নিহত ২১

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তুরস্কের স্থানীয় কর্মকর্তারা শুক্রবার (১৫ মার্চ) জানিয়েছেন, দেশটির উপকূলে নৌকাডুবির ঘটনায় ৫ শিশুসহ ২১ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

রয়টার্স জানিয়েছে, নিহতদের জাতীয়তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুই জনকে তুর্কি উপকূলরক্ষীরা জীবিত উদ্ধার করেছে এবং অন্য দুজন নিজেরাই সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানাক্কেলের বৃহত্তম দ্বীপ গোকসেদা বা ইমব্রোসের কাছে এজিয়ান সাগরে উপকূলে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘উদ্ধারকারী দল ৫ শিশুসহ ২১ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে।’

এএফপি জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে একটি বিমান, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা এবং ৪০২ জন কর্মী যোগ দেয়।

প্রসঙ্গত, তুরস্ক প্রায় ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যাদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক।

আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রণোদনার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থীদের আগমন রোধ করতে ২০১৬ সালে আঙ্কারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করেছিল।