মোগাদিশুতে হোটেলে হামলায় নিহত ৩, আহত ২৭

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি জনপ্রিয় হোটেলে জঙ্গী গোষ্ঠী আল-শাবাবের ঘণ্টাব্যাপী হামলায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মোগাদিশুর পুলিশ শুক্রবার (১৫ মার্চ) জানিয়েছে, ওই হামলায় ২৭ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সশস্ত্র যোদ্ধারা এসওয়াইএল হোটেলে হামলা চালায়।

দেশটির নিরাপত্তা বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ১৩ ঘণ্টারও বেশি সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

সোমালিয়ার পুলিশের মুখপাত্র কর্নেল কাসিম আহমেদ রোবেল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হামলায় ৩ জন মারা গেছে এবং ১৮ জন বেসামরিক নাগরিক এবং ৯ জন সেনাসহ মোট ২৭ জন আহত হয়েছে।’

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধে ৫ হামলাকারীকে হত্যা করেছে।

রোবেল বলেন, ‘হোটেলের পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।’

উল্লেখ্য যে, এসওয়াইএল হোটেলকে অতীতেও বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল-শাবাব হলো আল-কায়েদা-সংশ্লিষ্ট একটি জিহাদি গোষ্ঠী, যেটি স্থবিরতা ভেঙ্গে সম্প্রতি আবার সক্রিয় হয়েছে।

সোমালিয়ার নিরাপত্তা কর্মকর্তা আহমেদ দাহির এএফপিকে বলেছেন, ‘বেশ কিছু বন্দুকধারী প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে হোটেলটির প্রাচীর ভেঙে হোটেলটিতে প্রবেশ করে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় হামলাকারীরা নির্বিচারে গুলি চালাতে থাকে।

হামলার সময় দেয়াল টপকে পালিয়েছিলেন হাসান নুর। তিনি বলেন, ‘আমি হতাহতের বিষয়ে জানি না। তবে, যখন আক্রমণ শুরু হয়েছিল তখন ভেতরে অনেক লোক ছিল।’

অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ হোটেলে পৌঁছায় এবং প্রচণ্ড বন্দুকযুদ্ধ শুরু হয়।