সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে জাহাজ দখলে নিল ভারতীয় নৌবাহিনী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাল্টার পতাকাবাহী 'এমভি রুয়েন' নামের একটি বাণিজ্যিক জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। এসময় ১৭ জন ক্রু সদস্যকেও উদ্ধার করেছে তারা। এছাড়া অভিযানের সময় জাহাজটিতে থাকা ৩৫ জন জলদস্যুও আত্মসমর্পণ করেছে।

গতকাল শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ করা এক পোস্টের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে ছিনতাই হওয়া ওই জাহাজটি ভারতীয় উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। 

ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশেষ কমান্ডোসহ ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের থেকে ছিনতাই হওয়া পণ্যবাহী জাহাজ 'এমভি রুয়েন' উদ্ধার করেছে। এসময় ওই জাহাজে থাকা ১৭ ক্রু-কে উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

ভারতীয় নৌবাহিনী এক্স-এর পোস্টে উল্লেখ করে, মাল্টিজ-পতাকাবাহী ওই জাহাজে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। এছাড়া জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকের উপস্থিতির জন্য তল্লাশি করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী ধারণা করছে, এমভি আবদুল্লাহকে ছিনতাই করতে এমভি রুয়েনকে ভারত মহাসাগরে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল সোমালিয়ার জলদস্যুরা।