জাতিসংঘে ইসলামভীতি মোকাবিলার প্রস্তাব পাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবিত পাকিস্তানের প্রস্তাবটি পাস হয়েছে। এ প্রস্তাবকে কেন্দ্র করে ভারত-পাকিনস্তান উত্তেজনা তৈরি হলেও কোনো ধরনের বিরোধিতা ছাড়াই ১৯৩ সদস্যের মধ্যে ১৫৫ ভোটে প্রস্তাবটি পাস হয়। পাকিস্তানের উত্থাপিত এ খসড়া প্রস্তাবে সহযোগী দেশ হিসেবে ছিল চীন।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ‘ইসলামোফোবিয়া মোকাবেলার পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে। এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় জাতিসংঘের সদস্য ১১৫টি দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন ও যুক্তরাজ্যসহ ৪৪টি দেশ। প্রস্তাবটির বিপক্ষে একটি ভোটও পড়েনি।

প্রস্তাবটির খসড়ায় ইসলামভীতি মোকাবিলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগ করতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে নীতিগতভাবে ভারত এ ধরনের দূত নিয়োগের বিরোধিতা করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া খসড়া প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বিশেষ করে ইসলামফোবিয়াকে মোকাবিলা করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলো যেন পদক্ষেপ নেয়।