‘থ্রিলার ও কল্পকাহিনীর লেখকদের জন্য হুমকি হয়ে উঠতে পারে এআই’
প্রখ্যাত সাহিত্যিক সালমান রুশদি বৃহস্পতিবার (২১ মার্চ) প্রকাশিত একটি ফরাসি জার্নালে লিখেছেন, ‘থ্রিলার ও বিজ্ঞান কল্পকাহিনীর লেখকদের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে ঔপন্যাসিকদের চ্যালেঞ্জ করার জন্য এটির মৌলিকতা এবং রসবোধের অভাব রয়েছে।’
ফরাসি সাহিত্য জার্নাল লা নভেলি রেভ্যু ফ্রাঞ্চাইসের (এনআরএফ) জন্য ফরাসি ভাষায় অনূদিত একটি নিবন্ধে রুশদি বলেছেন, তিনি চ্যাটজিপিটিকে তার স্টাইলে ২০০ শব্দ লিখতে বলে পরীক্ষা করেছেন। তিনি ওই পরীক্ষার ফলাফলকে ‘একগুচ্ছ বাজে কথা’ বলে বর্ণনা করেছেন।
এএফপির নিবন্ধের অনুবাদ অনুসারে তিনি বলেন, ‘আমার একটি পৃষ্ঠা পড়েছে এমন কোনও পাঠক ভাবতে পারেনি যে, আমিই সেটির লেখক।’
দ্য স্যাটানিক ভার্সেস এবং মিডনাইটস চিলড্রেন-এর বুকার পুরস্কার বিজয়ী এই লেখক বলেছেন, ‘এআই থ্রিলার এবং বিজ্ঞান কল্পকাহিনীর মতো সাহিত্যের লেখকদের জন্য উদ্বেগজনক হতে পারে, যেখানে মৌলিকতা কম গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘এআইয়ের মূল হুমকি ফিল্ম এবং টিভি লেখকদের জন্য তীব্র হতে পারে। কারণ, হলিউডে যেমন একই চলচ্চিত্রের নতুন সংস্করণ তৈরি হচ্ছে, তাতে করে চিত্রনাট্য তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যেতে পারে।’
চ্যাটজিপিটির দক্ষতা সম্পর্কে তিনি বলেন, ‘এতে কোন মৌলিকতা নেই এবং আপাতদৃষ্টিতে হাস্যরসের অনুভূতি সম্পূর্ণরূপে অনুপস্থিত।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইরান কর্তৃক দ্য স্যাটানিক ভার্সেসের জন্য মৃত্যু পরোয়ানা জারির পর রুশদি বহু বছর আত্মগোপনে ছিলেন।