পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে মৃত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্যা-কবলিত উত্তর পাপুয়া নিউ গিনিতে রোববার রিখটার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। এছাড়া প্রায় এক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

সোমবার (২৫ মার্চ) ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে পাপুয়া নিউ গিনির সেপিক প্রদেশে রিখটার স্কেলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক বেশি কিছু গ্রাম বন্যার কবলিত হয়েছে।

পূর্বাঞ্চলীয় ইস্ট সেপিক প্রদেশের গভর্নর অ্যালান বার্ড বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত ১ হাজার বাড়িঘর ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পে প্রদেশের বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।

বিজ্ঞাপন

প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি এএফপিকে বলেছেন, কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর রেকর্ড করেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এ ছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পপ্রবণ এলাকা বলে একটি হটস্পট হিসেবে বিবেচিত হয়।