পাকিস্তানের নৌ বিমানঘাঁটিতে হামলা, নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বৃহত্তম নৌ বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এক সৈনিক ও ৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) রাতে বেলুচিস্তানের তুরবাতে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম নৌ বিমানঘাঁটি পিএনএস সিদ্দিক-এ এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা (আইএসপিআর)।

সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর মাজিদ ব্রিগেড।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা সারারাত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা সোমবার রাতে তুরবাতে নৌ বিমানঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল। কিন্তু সৈন্যরা তাদের এ চেষ্টা প্রতিহত করে চার সন্ত্রাসীকে হত্যা করে। এতে একজন সৈনিক নিহত হয়েছেন।

তুরবাতে বিএলএ মাজিদ ব্রিগেড এনিয়ে তৃতীয় হামলার চালিয়েছে।