ভিয়েতনামে শীর্ষস্থানীয় ব্যবসায়ীর ৮ বছরের কারাদণ্ড
বন্ড কেলেঙ্কারির দায়ে শীর্ষস্থানীয় এপার্টমেন্ট ব্যবসায়ীকে আট বছরের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনাম।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এনডিটিভি বুধবার (২৭ মার্চ) জানিয়েছে, ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলারের ওই বন্ড কেলেঙ্কারির কারণে দেশটির হাজার হাজার বিনিয়োগকারী নিঃস্ব হওয়ার পর ওই শীর্ষস্থানীয় এপার্টমেন্ট ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়।
সর্বশান্ত হওয়া বিনিয়োগকারীরা ২০২১ সাল থেকে প্রায় ২ হাজারটি মামলা দায়ের করেন। ওই সব মামলায় কর্মকর্তা এবং ঊর্ধ্বতন ব্যবসায়ী ব্যক্তিবর্গসহ ৪ হাজারেরও বেশি লোককে অভিযুক্ত করা হয়।
এর পর ওই মামলায় বুধবার বিলাসবহুল অফিস এবং অ্যাপার্টমেন্ট বিশেষজ্ঞ তান হোয়াং মিন গ্রুপের প্রধান ডো আনহ ডাংকে জালিয়াতির জন্য আট বছরের কারাদণ্ড দেয় হ্যানয় পিপলস কোর্ট।
একই মামলায় ডাংয়ের ছেলে ডো হোয়াং ভিয়েতকেও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য ১৩ জন আসামীকে আড়াই বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ডাং এবং তার সহযোগীদের বিরুদ্ধে ৬,৬৩০ জন বিনিয়োগকারীর কাছে বন্ড বিক্রি করে অবৈধভাবে ৩৫৫ মিলিয়ন ডলার অর্জনের অভিযোগ আনা হয়েছিল।