নেদারল্যান্ডসের সকল জিম্মি উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের একটি নাইট ক্লাবে শনিবার (৩০ মার্চ) কয়েক ঘণ্টা ধরে চলা জিম্মি নাটক অবশেষে রক্তপাত ছাড়াই শেষ হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ওই নাইট ক্লাবের সকল জিম্মিকে মুক্ত করে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী উদ্দেশ্যই ওই ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে অন্য কোনও সন্দেহের অবকাশ নেই।

সকলকে উদ্ধারের পরে নেদারল্যান্ডস পুলিশ এক্স-এ জানিয়েছে, ‘শেষ জিম্মি সবেমাত্র মুক্তি পেয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আর কোনও তথ্য শেয়ার করতে পারছি না।’

বিজ্ঞাপন

বেশ কয়েকটি স্থানীয় মিডিয়া জানিয়েছে, শনিবার ভোরে একজন বিভ্রান্ত ব্যক্তি ক্যাফেতে প্রবেশ করে এবং চার জনকে জিম্মি করে।

এর পর ওই ঘটনা সামাল দেন দেশটির দাঙ্গা পুলিশ এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা।

জিম্মি উদ্ধারে শহরের কেন্দ্রস্থল পরিষ্কার করে ক্যাফের কাছাকাছি ১৫০টি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ।

পাবলিক ব্রডকাস্টার এনওএসের ছবিতে দেখা গেছে তিন জিম্মি তিন উপরে দুই হাত তুলে ক্যাফে থেকে বের হচ্ছেন।

চতুর্থ জিম্মিকে কিছুক্ষণ পরেই মুক্ত করা হয় এবং সন্দেহভাজন জিম্মিকারীকে গ্রেপ্তার করা হয়।

এডের মেয়র রেনে ভার্হুলস্ট বলেছেন, ‘এই ঘটনা সকলের জন্য একটি ভয়ানক পরিস্থিতি। পরিস্থিতি দ্রুত এবং নিরাপদে সমাধান করা হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে গত বছর ২৭ বছর বয়সি এক ব্যক্তি দুটি বন্দুক নিয়ে সশস্ত্র হয়ে আমস্টারডামের একটি অ্যাপল স্টোরে বেশ কয়েকজনকে জিম্মি করেছিল।