অস্ত্র দিয়ে কখনোই শান্তি হয় না: পোপ ফ্রান্সিস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, অস্ত্র দিয়ে কখনোই শান্তি হয় না।

রোববার (৩১ মার্চ) ইতালির রোমে ইস্টার উদযাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি হামাসের হাতে বন্দী সমস্ত জিম্মির মুক্তি চান।

বিজ্ঞাপন

প্রসারিত হাত ও খোলা হৃদয় শান্তি বয়ে আনে জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, অস্ত্র দিয়ে কখনোই শান্তি তৈরি হয় না।

তিনি বলেন, ইউক্রেন ও গাজায় যারা যুদ্ধের মুখোমুখি হয়েছে, বিশেষ করে বাচ্চারা যারা কীভাবে হাসতে হয় তা ভুলে গেছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক আইনের নীতির প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমস্ত বন্দীদের সাধারণ বিনিময়ের জন্য আশা প্রকাশ করছি।

পোপ ফ্রান্সিস ইসরায়েল থেকে নেওয়া বন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য ও  গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য মানবিক অ্যাক্সেসের আহ্বান জানিয়েছেন।