ভারতে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র প্রদেশের ছত্রপতি শম্ভাজিনগরের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৭ জনের মৃত্যু হয়।

বুধবার (৩ এপ্রিল) দ্য ইকনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর রাতে ভারতের মহারাষ্ট্র প্রদেশের ছত্রপতি সম্ভাজিনগরের ক্যান্টনমেন্ট এলাকায় একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে। এতে সাতজনের প্রাণহানি ঘটে। ধোয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

শম্ভজিনগরের পুলিশ কমিশনার মনোজ লোহিয়া জানিয়েছেন, আলম টেলার্স শপ নামের এক দোকানে ভোরবেলা আগুন লাগে। উপরের তলায় থাকতেন বাড়ির বাসিন্দারা। কিন্তু আগুন উপরের তলা পর্যন্ত পৌঁছায়নি। তবুও ধোঁয়ায় দমবন্ধ হয়েই সেখানে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে এমনটাই অনুমান করা হচ্ছে।

বিজ্ঞাপন

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা।