ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার (১৩ এপ্রিল) ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান।

বিজ্ঞাপন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উসকে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে, তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেছেন, ইসরায়েল এবং জর্ডান ও ইরাকসহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।