গরমে অসুস্থ রাহুল গান্ধী
তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচনের প্রচারণা। অসহ্য গরম উপেক্ষা করেই প্রচার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা।
এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার (২১ এপ্রিল) এক্স-এ রাহুল গান্ধীর অসুস্থ হওয়ার খবরটি জানান, কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
জয়রাম রমেশ বলেন, রাহুল গান্ধী অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে তিনি দিল্লি ছাড়তে পারবেন না। সাতনার সভায় যোগদান করার পর রাঁচির সমাবেশে বক্তব্য প্রদান করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
রবিবার মধ্যপ্রদেশের সাতনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে বিরোধী শিবিরের মেগা শোয়ে যোগ দেওয়ার কথা ছিল রাহুলের।
মেগা শোয়ের আগে ইন্ডিয়া জোটের নেতাদের পোস্টারে সেজে উঠেছে রাঁচি। পোস্টারে ছবি রয়েছে- সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তার স্ত্রী কল্পনা সোরেনের।
রাহুল গান্ধী ছাড়াও সভায় বক্তব্য রাখার কথা ছিল সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব, আরজেডি প্রধান লালু প্রসাদ, কেজরিওয়ালের স্ত্রী সুনীতা ও হেমন্ত সোরনের স্ত্রী কল্পনা।