নারীর প্রতি সহিংসতা মহামারির আকার নিয়েছে- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
নারীদের প্রতি সহিংসতা দিন দিন মহামারির আকার নিয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ।
নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে নারীর প্রতি সহিংসতাবিরোধী আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২৭ এপ্রিল) সিডনিসহ অস্ট্রেলিয়ার বড় বড় শহরে নারীর প্রতি সহিংসতাবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরো কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়। খবর- আমু টিভি
এ সব মিছিলে ধ্বনি তোলা হয়, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর প্রতি চারদিনে একজন করে নারীকে হত্যা করা হয়েছে।
এছাড়া এ শুধু এপ্রিলেই সিডনিতে ছয়জনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এর মধ্যে একজন নারীও রয়েছেন। মিছিলে কেউ কেউ ‘শ্রদ্ধা করুন’ ও ‘আর কোনো সহিংসতা নয়’ স্লোগান লেখা ব্যানার বহন করেন।
সমাবেশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানেজ জানান, ২৮ এপ্রিল রোববার রাজধানী ক্যানবেরাতে অনুষ্ঠিতব্য একই ধরনের মিছিলে তিনিও অংশগ্রহণ করবেন।
তিনি এ সময় বলেন, আমি নারীদের সঙ্গে সারা অস্ট্রেলিয়া হেঁটে হেঁটে বলবো, ‘আর নয়, যথেষ্ট হয়েছে! অবশ্যই আমাদের ভালো কিছু করতে হবে’।