ফ্রান্সে প্রিজন ভ্যানে সন্ত্রাসী হামলা, নিহত ২
ফ্র্যান্সের প্রাচীন শহর নরম্যান্ডির কাছে একটি প্রিজন ভ্যানে সন্ত্রাসী হামলায় দুই কারা কর্মকর্তা নিহত হয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যমে বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ মে) সকালে রুয়েনের আদালতে শুনানি শেষে এক বন্দিকে কারাগারে পাঠানোর সময় এ ঘটনা ঘটে
স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রিজন ভ্যানে করে এক বন্দীকে নিয়ে নরম্যান্ডির রুয়েনের কাছে মোটরযানের একটি টোল বুথের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে দুই কারা কর্মকর্তা হত্যা করে বন্দীকে নিয়ে পালিয়ে যায়।
এএফপি জানায়, হামলাকারীরা দুটি গাড়িতে এসে এই হামলা চালায়।
ফ্রান্সের বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেত্তি বলেছেন, সন্ত্রাসী হামলায় আরও তিনজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, হামলার ঘটনায় জড়িতদে খুঁজে বের করার জন্য সর্বাত্মক অভিযান শুরু হয়েছে।