খারকিভ থেকে সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন
উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন।
রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহ থেকে এসব গ্রামে রাশিয়ার বাহিনী অগ্রসর হওয়ায় এবং সীমান্তবর্তী বিভিন্ন বসতি লক্ষ্য করে গোলাবর্ষণ করায় এ পদক্ষেপ গ্রহণ করেছে ইউক্রেন।
ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার (১৪ মে) গভীর রাতে জানিয়েছে, ‘লুকিয়ানসি এবং ভোভচানস্কের আশেপাশের কিছু এলাকায় শত্রুপক্ষের গোলাবর্ষণ এবং স্থল হামলার কারণে আমরা আমাদের সেনাদের জীবন বাঁচাতে তাদের সুবিধাজনক অবস্থানে চলে যেতে বলেছি।’
প্রসঙ্গত, গত দুই বছরের যুদ্ধে উভয় পক্ষই ‘পশ্চাদপসরণ’কে ‘সুবিআজনক অবস্থান’ বলে আখ্যায়িত করে আসছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কিয়েভে অঘোষিত সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে মার্কিন অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর জন্য অনুরোধ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মস্কো গত সপ্তাহে খারকিভ অঞ্চলে বড় স্থল হামলা শুরু করেছে। কারণ, তারা অস্ত্র ও জনবলের অভাবে ভুগতে থাকা ইউক্রেন বাহিনীর দুর্বলতার সুযোগ কাজে চাচ্ছে।
লুকিয়ানসি এবং ভোভচানস্ক গ্রাম দুটি প্রায় রাশিয়ার সীমান্তের কাছাকাছি এবং এই গ্রাম দুটিকে নতুন আক্রমণে লক্ষ্যবস্তু করেছে মস্কো।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, ‘পরিস্থিতি বেশ কঠিন। তবে, আমাদের বাহিনী রাশিয়ার দখলদারদের পা রাখতে দিচ্ছে না।’
তিনি আরও বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে ওই এলাকায় শক্তিশালী বাহিনী পাঠিয়েছে ইউক্রেন।