লন্ডনের নিউহামের মেয়র হয়েছেন বাংলাদেশি র‌হিমা রহমান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী সংগঠক কাউন্সিলর র‌হিমা রহমান দ্বিতীয়বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলা‌দেশি বহুল বারা কাউ‌ন্সিল নিউহামের চেয়ার অব দ্যা কাউ‌ন্সিল (সি‌ভিক মেয়র) নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। 

র‌হিমা রহমানই প্রথম কোন বাংলা‌দেশি যি‌নি এ বারার সি‌ভিক মেয়র নির্বা‌চিত হ‌য়েছেন। তিনি ব্রিটে‌নের বাংলা‌দেশি ক‌মিউ‌নি‌টির পরি‌চিত মুখ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নিউহাম কাউ‌ন্সি‌লের সভায় নির্বা‌চিত কাউ‌ন্সিলারদের প্রত্যক্ষ ভো‌টে চেয়ার অব দ্যা কাউ‌ন্সিল বা সি‌ভিক মেয়র হিসেবে নির্বা‌চিত হন র‌হিমা। র‌হিমা রহমান নিউহাম কাউ‌ন্সি‌লের পাঁচবা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার। 

পুনরায় নির্বা‌চিত সি‌ভিক মেয়র র‌হিমা রহমা‌নের জন্ম মৌলভীবাজা‌রে। তার বাবা মো. আবুল খ‌য়ের হো‌সেন নবীগ‌ঞ্জের ইনাতগ‌ঞ্জের সন্তান। র‌হিমারা দুই ভাই ও তিন বোন।

বিজ্ঞাপন

র‌হিমা রহমা‌নের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জসীম নিউহাম কাউ‌ন্সি‌লের তিন বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার। 

রহিমা রহমান ইংল্যান্ডে যান ১৯৮৭ সালে। ‌র‌হিমার শৈশব ও কৈ‌শোর কে‌টে‌ছে নিউহামেই। লিটল ইল‌ফোর্ড স্কুল ও নিউহাম ক‌লে‌জে লেখাপড়া ক‌রেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস অ্যান্ড ফাইন্যান্সে ডিগ্রী পাস করেন। ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মৌলভীবাজার সদর উপ‌জেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রহিমা রহমান তার বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে র‌হিমান লেবার পার্টিতে স‌ক্রিয়ভাবে যোগ দেন। 

তিনি গ্রীন স্ট্রিট নেইবারহু‌ডে নব্বই‌য়ের দশক ধরে মা ও শিশুর জীবনমা‌নের উন্নয়ন নি‌য়ে নির‌বি‌চ্ছিন্নভা‌বে কাজ কর‌ছেন। ২০০৬ সালে প্রথমবা‌রের ম‌তো নিউহাম কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলার নির্বা‌চিত হন।