সুদানে ১০০ গ্রামবাসীকে হত্যা করেছে আরএসএফ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) বুধবার (৫ জুন) গেজিরা রাজ্যের একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ১০০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে রয়টার্স।

গত বছরের ডিসেম্বরে রাজ্যটির রাজধানী ওয়াদ মাদানির নিয়ন্ত্রণ নেওয়ার পর আরএসএফ সেনারা এর কৃষিপ্রধান ছোট গ্রামগুলোতে এ পর্যন্ত কয়েক ডজন হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

গণতন্ত্রপন্থী ওয়াদ মাদানী প্রতিরোধ কমিটি বুধবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছে, ‘ওয়াদ আলনৌরা গ্রাম বুধবার একটি গণহত্যার সাক্ষী হয়েছে, যেখানে আরএসএফ দুইবার আক্রমণ করেছে এবং ১০০ জনকে হত্যা করেছে।’

এই কমিটি পরে মৃতের সংখ্যা শতাধিক জানিয়ে বলেছে, তাদের সাহায্যের অনুরোধে কর্ণপাত করেনি সুদানের সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সুদানের ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুটি বাহিনীর মধ্যে বিরোধ শুরুর পর ২০২৩ সালের এপ্রিলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই শুরু করে আরএসএফ। তারপর থেকে দেশটির রাজধানী খার্তুম এবং পশ্চিম সুদানের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে তারা।

এক বিবৃতিতে বুধবার আরএসএফ বলেছে, তারা ওয়াদ আলনৌরার আশেপাশে সেনাবাহিনী এবং মিলিশিয়া ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে।

তবে, কোনো বেসামরিকের হতাহতের কথা স্বীকার করেনি তারা।

কিন্তু, আরএসএফর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভারী কামান ব্যবহার, লুটপাট এবং নিকটবর্তী মানাগিল শহরে আশ্রয় নেওয়ার জন্য নারী ও শিশুদের বাধ্য করার অভিযোগ এনেছে ওয়াদ মাদানী প্রতিরোধ কমিটি।

এই কমিটি বলেছে, ‘ওয়াদ আলনৌরার লোকেরা তাদের উদ্ধারের জন্য সেনাবাহিনীকে ডেকেছিল। কিন্তু, তারা সাড়া দেয়নি।’

এদিকে জাতিসংঘের সংস্থাগুলো বলেছে, আসন্ন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে সুদানের জনগণ।