যুদ্ধবিরতির প্রস্তাবে এখনো সিদ্ধান্ত জানায়নি হামাস

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের জন্য প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি হামাস। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

মাজেদ আল-আনসারি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাাবের বিষয়ে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কাছ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানতে পারেননি।

বিজ্ঞাপন

তবে হামাস জানিয়েছে, তারা এখনো প্রস্তাবটি মূল্যায়ন করছে। আনসারি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে।

গাজায় যুদ্ধবিরতির বিস্তারিত বিষয়ে কয়েক মাস ধরে আলোচনায় যুক্ত রয়েছে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর। কিন্তু, গত বছরের নভেম্বরে শুরু হওয়া সাত দিনের যুদ্ধবিরতি ছাড়া আর বোনো অগ্রগতি অর্জিত হয়নি।

বিজ্ঞাপন

ওই যুদ্ধবিরতির সময় ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল তিন ধাপের নতুন একটি প্রস্তাব পেশ করছে।

এদিকে মিশর বৃহস্পতিবার বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে উৎসাহজনক সংকেত পেয়েছে। একটি উচ্চ-স্তরের সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ এ খবর জানিয়েছে।

দোহায় হামাসের প্রতিনিধি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মিশরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেলের মধ্যে বৈঠক শুরু হওয়ার একদিন পর এই খবর জানা গেছে।

কিন্তু বৈরুতভিত্তিক হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘সেখানে কোনো প্রস্তাব নেই। এগুলো কেবল একটি বক্তৃতায় দেওয়া বাইডেনের বক্তব্য মাত্র।’