ইরান-রাশিয়ার নতুন সহযোগিতা চুক্তি স্থগিত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়ার সম্পর্ক বৃদ্ধি পেলেও সম্প্রতি এত নতুন সহযোগিতা চুক্তি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে আরআইএ মঙ্গলবার (১১ জুন) জানিয়েছে, ইরানের অংশীদারদের সঙ্গে মতবিরোধের কারণে মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত সহযোগিতার বিষয়ে একটি নতুন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা স্মারকে সই করে ইরান। নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতেই এই চুক্তি করা হয়। 

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি আকবার আহমাদিয়ান ও তার রাশিয়ার কাউন্টারপার্ট নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত ১২তম আন্তার্জাতিক হাই রিপ্রেজেনট্যাটিভস ফর সিকিউরিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়। 

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করার কথা ছিল।

গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করছে। আর দু'টি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।