গ্রিক মালিকানাধীন জাহাজে হুতিদের হামলা
লোহিত সাগরের বন্দর হোদেইদাহের কাছেই একটি গ্রীক মালিকানাধীন পণ্যবাহী জাহাজে ছোট জলযান এবং ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
কার্গো জাহাজটিতে বুধবারের (১২ জুন) ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, জাহাজটির মালিকানার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কিনা, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধরত ইরান-সমর্থিত এই গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং এর সবচেয়ে জনবহুল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের সমর্থনে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা।
এরই মধ্যে তারা একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, অন্য একটি জাহাজ জব্দ করেছে এবং বেশ কয়েকটি আক্রমণে তিন জন নাবিককে হত্যা করেছে।
হুথিরা বলেছে, ‘টিউটর নামধারী কয়লাবাহী গ্রিক মালিকানাধীন জাহাজটির ওপর মনুষ্যবিহীন সারফেস বোট, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বুধবার জানিয়েছে, জাহাজটি হোদেইদাহ থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে হামলার শিকার হয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই হামলার বিষয়ে একটি বিবৃতিতে বলেছে, মানুষবিহীন সারফেস ভেসেলের প্রভাবে জাহাজটির ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রিক কর্মকর্তা বলেছেন, ‘জাহাজটি দুইবার হামলার শিকার হয়। তবে, এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। জাহাজটি ভারতে যাচ্ছিল।’
হুথিরা বুধবার বলেছে, তারা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের আশদোদ এবং হাইফা শহরের সাইটগুলোকে লক্ষ্য করে দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে।