মার্কিন প্রশাসন ও নেতানিয়াহুর মধ্যে ফের উত্তেজনা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এই পরিস্থিতিকে বৃহস্পতিবার (২০ জুন) উদ্বেগজনক এবং হতাশাজনক বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস।

ইস্যুটি শুরু হয়েছিল যখন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেন যে, ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক মার্কিন প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে তার দেশের জন্য অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে। এরপরেই নতুন করে বিতর্ক শুরু হয়।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘এই মন্তব্যগুলো গভীরভাবে হতাশাজনক এবং অবশ্যই আমাদের জন্য বিরক্তিকর। ইসরায়েলের প্রতি আমাদের যে পরিমাণ সমর্থন রয়েছে, তা অব্যাহত থাকবে।’

কিরবি বলেন, ‘খুব স্পষ্টভাবে বলতে গেলে, হামাসের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার ক্ষেত্রে এই অঞ্চলের অন্য কোনো দেশ সাহায্য করছে না।’

আগের দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিকার অর্থে জানি না নেতানিয়াহু কী বিষয়ে কথা বলছেন।’

জেন-পিয়ের বলেন, ‘ইসরায়েলে অস্ত্র সরবরাহে কোনো বিরতি নেয়নি মার্কিন প্রশাসন।’

২,০০০ পাউন্ড বোমার একটি চালানের কথা উল্লেখ করে তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র ব্যবহারের বিষয়ে পর্যালোচনা করছে ওয়াশিংটন।

নেতানিয়াহু বৃহস্পতিবার দ্বিগুণ ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার জন্য প্রস্তুত। তারপরও যেন ইসরায়েল আমেরিকার কাছ থেকে তার অস্তিত্বের জন্য যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদ পায়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সরকার প্রধান এবং বাইডেনের প্রশাসনের মধ্যে বিরোধ এটাই প্রথম নয়। বাইডেন এর আগে দক্ষিণ গাজার রাফাহতে একটি বড় ইসরায়েলি অভিযানের কঠোর বিরোধিতা করেছিলেন।

সেখানে এক মিলিয়নেরও বেশি বেসামরিক লোক ছিল এবং বাইডেনের সতর্কতা না মানলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিল মার্কিন প্রশাসন।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার (২০ জুন) লেবাননে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন।

হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপের কারণে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনে শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ব্লিঙ্কেন লেবাননে উত্তেজনা এড়াতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন। যাতে ইসরায়েলি ও লেবাননের পরিবারগুলোকে তাদের বাড়িতে ফিরে যেতে পারে।’

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র রকেট হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লেবাননে ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার (২৭ জুন) উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে এবং উভয় পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত ইসরায়েল এবং হিজবুল্লাহ’র মধ্যে আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে।

হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে, শত্রুর আক্রমণের জবাবে তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে অবস্থিত সামরিক কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘লেবানন থেকে ইসরায়েলে আনুমানিক ৩৫টি রকেট ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

আইডিএফ আরও জানিয়েছে, সোহমোর এলাকায় একটি বিমান হামলায় তিনজন এবং দেশটির দক্ষিণে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে তারা।

;

রাশিয়া পুরো ইউক্রেন দখল করতে চলেছে : ডোনাল্ড ট্রাম্প



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন জয়ী হবে না।’

ট্রাম্প তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টেলিভিশন বিতর্কে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মুহূর্তে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে আমাদের অত্যন্ত খারাপ অবস্থানে নিয়ে গেছেন। কারণ, এই ইউক্রেন যুদ্ধটিতে জয়ী হচ্ছে না।’

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প আরও দাবি করেন, ‘রাশিয়া পুরো ইউক্রেন দখল করতে চলেছে।’

এদিকে, ২০২৪ সালের নির্বাচনী ফলাফল শর্তসাপেক্ষে মেনে নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বৃহস্পতিবার (২৭ জুন) বলেছেন, ‘নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সহিংসতা হবে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

নির্বাচনী চক্রের প্রথম বিতর্কের সময় আয়োজকরা ট্রাম্পকে তিনবার প্রশ্ন করেন যে, রিপাবলিকানরা শেষ পর্যন্ত ফলাফল মেনে নেবে কি-না। অতপর তার কাছে সরাসরি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যদি একটি সুষ্ঠু, বৈধ ও স্বচ্ছ নির্বাচন হয়, সেক্ষেত্রে তারা ভোটের ফলাফল গ্রহণ করবেন।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৮ জুন) সকালে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভাল করেছেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি ভাল করছেন না এমন ব্যাপক সমালোচনার পর তিনি এ কথা বলেন।

বিতর্ক-পরবর্তী খাবারের জন্য আটলান্টার একটি ওয়াফেল হাউস রেস্তোরা থেকে নেমে আসার পর বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আমরা ভাল করেছি।’

;

বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী ট্রাম্প: সিএনএন জরিপ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
টেলিভিশন বিতর্কে ট্রাম্প জয়ী

টেলিভিশন বিতর্কে ট্রাম্প জয়ী

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের সঙ্গে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। অধিকাংশ দর্শক এই মত দিয়েছেন বলে সিএনএনের তাৎক্ষণিক জরিপে উঠে এসেছে।

বার্তা সংস্থা আনাদুলো বলছে, সিএনএনের তাৎক্ষণিক জরিপ অনুযায়ী, বিতর্ক দেখা নিবন্ধিত ভোটারদের মধ্যে ৬৭ শতাংশ বলেছেন, ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র ৩৩ শতাংশ বাইডেনের পক্ষে মত দিয়েছেন। যদিও বিতর্ক শুরুর আগে একই ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ বলেছিলেন, বাইডেনের চেয়ে ট্রাম্প ভালো করবেন বলে তাদের ধারণা। আর বাইডেনের পক্ষে মত দিয়েছিলেন ৪৫ শতাংশ ভোটার।

আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে বাইডেন আর রিপাবলিকান পার্টির হয়ে ট্রাম্প নির্বাচনে লড়বেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুন) রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটায়) সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প। নির্বাচনের আগে তারা এই প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন।

সিএনএন বলছে, জরিপে অংশ নেয়া ব্যক্তিরা দেশটির সব ভোটারদের মতামতের প্রতিনিধিত্ব করে না। যারা বিতর্কটি দেখেছেন, আর এই জরিপে অংশ নিয়েছেন, শুধুমাত্র তাদের মতামতই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে। এছাড়া জরিপে অংশ নেয়া ভোটারদের মধ্যে রিপাবলিকপন্থীদের সংখ্যা কিছুটা বেশি থাকতে পারে।

বিতর্কটি যারা দেখেছেন, জরিপে অংশ নেয়া এমন ভোটারদের মধ্যে প্রায় ৫৭ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আস্থা নেই। বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি বলে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই আালোচনা চলছে। এ নিয়ে দলটির অনেকে হতাশা প্রকাশ করেছেন।

;

পেরুতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • Font increase
  • Font Decrease

উপকূলের কাছাকাছি পেরুর জনবহুল শহর আরেকুইপাতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৮ জুন) আঘাত হানা ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

দেশটির সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং গৃহীত পদক্ষেপগুলো নির্ধারণ করতে পর্যবেক্ষণ চালাচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির হুমকি রয়েছে। পেরুর উপকূলের কিছু অংশে জোয়ারের পানির উচ্চতা ১-৩ মিটার/ ৯.৪৮ ফুট) রেকর্ড করা হয়েছে। তবে পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন অবশ্যই বলেছেন, আরেকুইপা উপকূলে সুনামির সতর্কতা বাতিল করা হয়েছে। 

আরেকুইপার আঞ্চলিক সরকারের উপদেষ্টা কার্লোস জানাব্রিয়া স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, কিছু জেলায় বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং বাসিন্দারা ভয়ে তাদের বাড়িঘর ছেড়েছে, কিন্তু তিনি মৃত্যু বা আঘাতের কোনো খবর শুনেননি।

আরেকুইপা প্রদেশের ক্যারাভেলির ইয়াউকা জেলার মেয়র ফ্লাভিও আরাঙ্গুরেন আরপিপিকে জানিয়েছেন, জেলার কিছু বাড়ির দেয়াল ধসে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

;