ফের আবর্জনা ভর্তি বেলুন পাঠাল উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফের আবর্জনা ভর্তি কয়েকশ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া।

সিউলের সামরিক বাহিনী মঙ্গলবার (২৫ জুন) বলেছে, সোমবার (২৪ জুন) সন্ধ্যায় প্রায় ৩৫০টি বেলুন উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং এবং এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, প্রায় ১০০টি বেলুন দেশটির দক্ষিণের উত্তর গিয়াংগি প্রদেশ এবং রাজধানী সিউলে অবতরণ করেছে।

রয়টার্স জানিয়েছে তিরি আরও বলেন, বেলুনের সঙ্গে সংযুক্ত ব্যাগগুলোতে বেশিরভাগ কাগজের বর্জ্য ছিল।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তাদের বিশ্লেষণ অনুসারে ওই বর্জ্য জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি।

সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অবিলম্বে তার মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে প্রস্তুত রয়েছে। এখন সবই নির্ভর করছে উত্তর কোরিয়ার কর্মের উপর।’

কোরীয় যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেছেন, ‘আবর্জনাবাহী বেলুন উত্তর কোরিয়ার একটি ঘৃণ্য ও অযৌক্তিক উস্কানিমূলক পদক্ষেপ।’

তিনি পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চুক্তির নিন্দা করে বলেন, ‘এই চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন।’

ইউন আরও বলেন, ‘আমাদের সামরিক বাহিনী দৃঢ় প্রস্তুতি বজায় রাখবে, যাতে উত্তর কোরিয়া কোনো পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করার সাহস না পায়। তারা উত্তর কোরিয়ার যেকোনো উসকানির অপ্রতিরোধ্যভাবে জবাব দেবে।’

উল্লেখ্য, পিয়ংইয়ং ইতিমধ্যেই সিউলে এক হাজারেরও বেশি বেলুন পাঠিয়েছে৷ বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় সীমান্তে উত্তেজনা দ্রুত বাড়তে পারে।