ইসরায়েলের বিমান হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণ-পূর্ব গ্রামে হাউলাতে ইসরায়েলি বিমান হামলায় রবিবার (৩০ জুন) ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

লেবাননের সামরিক সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হাউলায় একটি দোতলা ভবনে ইসরায়েলি ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ওই তিন হিজবুল্লাহ সদস্য নিহত হয়।

বিজ্ঞাপন

সিনহুয়া জানিয়েছে, ড্রোন হামলায় ওই দোতলা ভবনের প্রতিবেশী বাড়িগুলোর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের তাইবেহ, রাব এল থালাথিন এবং হাউলা গ্রামে পাঁচবার বিমান হামলা চালিয়েছে এবং পূর্ব ও মধ্য অঞ্চলের আটটি শহর ও গ্রামে প্রায় ৪০টি গোলা নিক্ষেপ করেছে।

বিজ্ঞাপন

এদিকে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের মিসকাভ আম, আল-মোতেল্লা এবং আল-আলম অবস্থানগুলোতে আক্রমণ চালিয়েছে।

লেবাননের হাসপাতাল সূত্র জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৫৬ হিজবুল্লাহ সদস্য এবং ১০০ জন বেসামরিক নাগরিকসহ মোট ৫৫৩ জন নিহত হয়েছে।