ইসরায়েলে আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে পুলিশের সংঘর্ষ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে পুলিশের বিক্ষোভে

আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে পুলিশের বিক্ষোভে

  • Font increase
  • Font Decrease

দখলকৃত জেরুজালেমে আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে আবারও পুলিশের ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রীম কোর্টের নির্দেশের প্রতিবাদে অর্থডক্স ইহুদিরা রাস্তায় নামলে এ সংঘর্ষ ঘটে

রোববার (৩০ জুন) প্রতিবাদ মিছিলে হাজারও কট্টর অর্থডক্স অংশ নেন এবং নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। বিক্ষোভ দমনে জলকামান ছোঁড়ে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ।

উল্লেখ্য, কট্টর অর্থডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামুলক করা হয়েছে।

আইডিএফ'র শীর্ষ নেতাদের সঙ্গে নেতানিয়াহুর তীব্র বিরোধ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ছবি: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

  • Font increase
  • Font Decrease

ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচণ্ড বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। গাজায় চলমান যুদ্ধ নিয়ে এ বিরোধ দেখা দিয়েছে। তবে নেতানিয়াহুর অবস্থান তার সম্পূর্ণ বিপরীত। তিনি বলছেন, কোনোভাবেই যুদ্ধবিরতি হবে না। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, আইডিএফের শীর্ষ জেনারেলরা যেকোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি চান। এমনকি তাতে যদি উপত্যকার শাসন ক্ষমতা হামাসের হাতেই থাকে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলেছে, গাজায় একটি যুদ্ধবিরতি চায় ইসরায়েলের সামরিক নেতৃত্ব।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস। পাশাপাশি দুই শতাধিক জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। জবাবে গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকে দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে। এতে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ৩৮ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮৮ হাজার ছুঁই ছুঁই। যার বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে ইসরাইলি বাহিনীর আর্টিলারি শেল বা গোলার সরবরাহও কমে আসছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বেড়েই চলেছে। এমন অবস্থায় গাজায় একটা কার্যকর একটা যুদ্ধবিরতি চাইছেন ইসরাইলি সেনাবাহিনীর জেনারেলরা।

সোমবার (১ জুলাই) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের জেনারেল স্টাফ ফোরামের ৩০ জন সিনিয়র জেনারেল চাইছেন, নেতানিয়াহু হামাসের সাথে একটি যুদ্ধবিরতিতে পৌঁছান। এমনকি সেক্ষেত্রে যদি হামাসের হাতেই শাসন ক্ষমতা রাখতে হয়ও।

প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর ছয় বর্তমান কর্মকর্তা ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

তবে নেতানিয়াহু ‘অজ্ঞাত সূত্র’র প্রতিবেদনটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, হামাসকে ক্ষমতায় রেখে গাজায় যুদ্ধের অবসান হবে না।

তিনি বলেছেন, ‘অজ্ঞাত পক্ষগুলো কারা তা আমি জানি না। কিন্তু এখানে আমি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করছি: এমনটি ঘটবে না।’ তিনি আরও বলেন, হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্তির সব লক্ষ্য অর্জনের পর কেবল আমরা এই যুদ্ধ শেষ করব।

;

যার অনুষ্ঠানে এসে শতাধিক মানুষের মৃত্যু, কে এই ভোলে বাবা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: ভারতের উত্তর প্রদেশের ভোলে বাবা

ছবি: ভারতের উত্তর প্রদেশের ভোলে বাবা

  • Font increase
  • Font Decrease

ভারতের উত্তর প্রদেশের ভোলে বাবা নামে এক ধর্মগুরুর সৎসঙ্গ অনুষ্ঠানে এসে পদপিষ্ট হয়ে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুলাই) ভক্তরা হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে আসলে সেখানেই এই মর্মান্তিক এ ঘটনা ঘটে।

যে জায়গায় ভোলে বাবা নামে ওই ধর্মগুরুর ভাষণ শোনার জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, সেটি ইটাহ ও হাথরাস জেলা দুটির সীমান্তে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, তীব্র গরমের মধ্যে চলছিল সৎসঙ্গ অনুষ্ঠান। তখন তাঁবুর ভেতরে একেবারে গলদঘর্ম অবস্থা। সৎসঙ্গ শেষ হওয়ার পরই হুড়মুড় করে বেরোতে যান ভক্তরা। আর তখনই পদপিষ্টের ঘটনা।

এত মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্যরা।

সংবাদ সংস্থা এএনআইকে সিনিয়র পুলিশ সুপার রাজেশ কুমার সিং জানান। হাথরাস জেলার মুঘলগড়ি গ্রামে ভোলে বাবার অনুষ্ঠান চলছিল। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা হয়েছে।

হতাহতদের বিভিন্ন পরিবহনে করে সিকান্দ্রারাউ শহরের একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রমা সেন্টারের বাইরে মেঝেতে লাশ পড়ে আছে। এবং ট্রমা সেন্টারের বাইরে বিশৃঙ্খলা রয়েছে এবং লোকেরা তাদের নিকটাত্মীয়দের সন্ধানে সেখানে আসছেন।

কে এই ভোলে বাবা?

ভোলে বাবা একজন ধর্মপ্রচারক। তিনি উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন। সেখানেই মঙ্গলবার পদদলিত হয়ে শতাতিক ব্যক্তির প্রাণ যায়। আলোচিত এ ভোলে বাবা আগে রাজ্য পুলিশে চাকরি করতেন। পুলিশে তিনি প্রায় ১৮ বছর চাকরি করেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, উত্তর প্রদেশ পুলিশের স্থানীয় গোয়েন্দা ইউনিটে কাজ করতেন ভোলে বাবা। চাকরি ছাড়ার পর তিনি লোকজনকে উপদেশ দেওয়ার পাশাপাশি তাদের জন্য সৎসঙ্গ আয়োজন শুরু করেন।

সময়ের সঙ্গে সঙ্গে বাবার জনপ্রিয়তা বাড়তে থাকে। নিজেকে নারায়ণ সরকার হরি বলে পরিচয় দিতে পছন্দ করেন তিনি। তার ভক্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।

এই ভোলে বাবা পাতিয়ালির বিশ্ব হরি বাবা নামে বেশি পরিচিত। জনসমক্ষে তিনি আসেন সাদা কাপড়ে। উপদেশ অনুষ্ঠানে তার সঙ্গে থাকেন স্ত্রী। বাবার ভক্তদের বেশিরভাগই আসেন আগ্রা ও আলিগড় জেলা থেকে। তার ভক্তদের বেশিরভাগই নিম্নআয়ের।

বাবা কোনো গুরুর অনুসারী নন বলে বিশ্বাস করা হয়। তার দাবি, যেসব উপদেশ তিনি দেন, সেগুলো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছ থেকে আসা।

ফেসবুকে বাবার অনুসারীর সংখ্যা তিন লাখের বেশি। তার সৎসঙ্গ অনুষ্ঠানে অনেক সংসদ সদস্য ও বিধানসভার সদস্য যোগ দেন বলে মনে করা হয়। এ অনুষ্ঠান মঙ্গলবার আয়োজন করা হয়ে থাকে।

এত জনপ্রিয়তার পরও গণমাধ্যম থেকে দূরে রাখা হয় বাবার সৎসঙ্গ অনুষ্ঠান। বাবার সম্পর্কে তেমন কোনো তথ্যও সামনে আসে না ভোলে বাবার লোকেরা গোলাপি রঙের শার্ট প্যান্ট এবং সাদা ক্যাপ পরেন। অনুষ্ঠানে ট্রাফিক সামলানো এবং আয়োজনের বিষয় তারা দেখভাল করেন।

;

চীনা কিশোরীর ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানালেন ইলন মাস্ক



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি এক চীনা কিশোরী তার টেসলা গাড়ি ব্যবহারের সময় কিছু বিড়ম্বনায় পড়েন। তিনি সমস্যগুলো তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার)এক ভিডিও বার্তা প্রকাশ করলে সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

ওই কিশোরীর নাম মলি। ইলন মাস্ক তার ভিডিও বার্তাটি শেয়ার করে ক্যাশপনে লিখেছেন ‘শিওর”। এই বিলিয়নিয়র বুঝাতে চেয়েছেন টেসলার সমস্যাটি তিনি আমলে নিয়েছেন। এনডিটিভির খবর।

সোমবার (১ জুলাই) প্রকাশিত এক্সের ভিডিও বার্তায় ওই কিশোরীকে বলতে দেখা যায়, ‘হ্যালো মিস্টার মাস্ক। আমি চীন থেকে মলি বলছি। আপনার গাড়ি টেসলা সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে। আমি যখন গাড়ির স্ক্রিনে ছবি আঁকি, মাঝে মাঝে ছবির লাইনগুলি এভাবে অদৃশ্য হয়ে যায়। আপনি কি এটি দেখতে পাচ্ছেন? এই সমস্যাটির সমাধান করে দিতে পারবেন আপনি? ধন্যবাদ।’

ওই ভিডিও বার্তার মাধ্যমে কিশোরী গাড়ির স্ক্রিনে ছবি আঁকার সময়ের কিছু ত্রুটি তুলে ধরার চেষ্টা করেন। এরপর ‘হ্যাস ট্যাগ’ ইলন মাস্ক, ‘হ্যাস ট্যাগ’ টেসলা লিখে এক্সে আপলোড করেন।

ভিডিওটি পোস্টের পর থেকে নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে। এই প্ল্যাটফর্মে ভিডিওটিতে এক মিলিয়ন ভিউ ও ১৪ হাজার লাইক পড়েছে।

ওই পোস্টে এক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এই সমস্যাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ইলন মাস্ককে এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখে আরও ভালো লাগছে।’

আরেক জন লিখেন, ‘সমস্যাটি ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ মলি।‘

অন্য একজন বলেন, ‘অনেক প্রাপ্তবয়স্কদের চেয়ে সুন্দর ও গোছালো কথা বলে মেয়েটি। ভিডিওটির জন্য ভালোবাসা রইলো, মলি।

;

জামিন মিলেছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জামিন মিলেছে কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি'র।

মঙ্গলবার (২ জুলাই) দুর্নীতি মামলায় তাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন দেশটির রাওয়ালপিন্ডি শহরের একটি বিশেষ আদালত। খবর এআরওয়াই।

তবে তিনি জামিন পেলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ইমরান খানের সঙ্গে তার বিয়েকে অবৈধ দাবি করে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন তিনি।

তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিশেষ জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ আলী ওয়ারাইচ। শুনানিকালে আদালত ৩ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং পরবর্তী শুনানিতে আরও সাক্ষীকে তলব করেন।

পরে আদালত ৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, দুর্নীতির মামলায় বুশরা বিবিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাওয়ালপিন্ডির বিশেষ আদালত।

চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।

সোমবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ দাবি করেছে, রাজনীতি থেকে দূরে রাখতেই বিচারবহির্ভূতভাকে আটক রাখা হয়েছে ইমরান খানকে। একইসঙ্গে ইমরানের গ্রেফতারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে জেনেভা-ভিত্তিক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন।

তবে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি— উভয়ই আল কাদির বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমি অধিগ্রহণকারীর কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভুয়া বলে দাবি করেছেন। অর্থের বিনিময়ে ভূমি অধিগ্রহণে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছেন তারা।

;