মালিতে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলা, নিহত ৪০
আফ্রিকার দেশ মালির একটি গ্রামে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছে।
বুধবার (০৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রায়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০১ জুলাই) আফ্রিকার মোপ্তি অঞ্চলের ডিজিগুইবোম্বো গ্রামে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলার চালায়। এটি অত্যন্ত ভয়াবহ ছিল, অজ্ঞাত অস্ত্রধারীরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে থাকে। এতে প্রায় ৪০ জন নিহত হয়। তাদের বেশিরভাগই পুরুষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে মালির উত্তর প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।
যখন থেকে বিদ্রোহী গোষ্ঠী পশ্চিম আফ্রিকার মধ্য সাহেল অঞ্চলে শিকড় গড়েছে, তখন থেকেই মালিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে প্রতিবেশী বুর্কিনা ফাসো এবং নাইজারেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময়ে এসব অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছ আরও লক্ষ লক্ষ মানুষ।