পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলায় ৪ ফিলিস্তিনী নিহত হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাতে বুধবার (৩ জুলাই) এ খবর জানিয়েছে রয়টার্স।

নূর শামস ক্যাম্পে এ হামলা চালিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতিকারীদের হামলার কারণে ক্যাম্পটিতে সহিংসতা এতোটাই বেড়েছে, যা গত দশকেও দেখা যায়নি।

বিজ্ঞাপন

ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের তুলকারেম শহরের উত্তরে নূর শাসম ক্যাম্পে দখলদারদের বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের একটি বিমান নূর শামস এলাকায় সন্ত্রাসী সেল লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ও বসতিকারীদের হামলায় অন্তত ৫৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ১৫ ইসরায়েলি নিহত হয়েছে।