আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৫৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। বন্যায় রাজ্যের ২৯ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১৬ লাখের বেশি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র, দিগারু ও কল্লং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে ৩ হাজার ২০০টির বেশি গ্রাম। বাঁধ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যায় ধুবরি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ২ লাখ ২৩ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে আসামের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। 

বিজ্ঞাপন

বন্যার কারণে আসামের কাজিরাংগা জাতীয় উদ্যানের ৭০ শতাংশ এলাকা ডুবে গেছে। প্রাণ গেছে সেখানকার অন্তত ৩১ বন্যপ্রাণীর। এ ছাড়া ৮২টি প্রাণীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।