ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১১ জন নিহত

ছবি: সংগৃহীত, ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১১ জন নিহত

ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১১ জন নিহত এবং এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার সুলাইসি দ্বীপে অবৈধ একটি সোনারখনির পাশে এ ভূমিধসের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, রোববার শেষরাতে গোরোনতালো প্রদেশের বোনে বোলাঙ্গ গ্রামের প্রত্যন্ত একটি এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। কারণ হিসেবে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

উদ্ধারকর্মীদের প্রধান হেরিয়ানতো সংবাদমাধ্যমকে বলেন, মৃত আটজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি চাপাপড়া পাঁচজনকেও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আরো তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের কারণে অনেক সেতু বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকর্মীদের চলাচলে অসুবিধায় পড়তে হচ্ছে।