পোল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চলতি বছরের জানুয়ারিতে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি - সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি - সংগৃহীত

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সাথে দেখা করতে দেশটির রাজধানী ওয়ারশ গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার (৮ জুলাই) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে তিন দিনের ন্যাটো শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আগে দুই দেশের নেতা নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। এছাড়া তারা প্রতিবেশী দেশের কাছে নিজেদের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

চলমান যুদ্ধাবস্থায় ভঙ্গুর হয়ে পড়েছে ইউক্রেন। এমতবস্থায় ইউক্রেন পুনরুদ্ধারে পোল্যান্ডের বাণিজ্যিক ও মানবিক সহযোগিতা চাইবেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি শহরে বিশেষায়িত শিশু হাসপাতাল ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ৪০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ২০জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ জন।