জীববৈচিত্র্য-জলবায়ু পরিবর্তন নিয়ে ভারত, ফ্রান্স আরব আমিরাতের বৈঠক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, জীববৈচিত্র্য ও জলবায়ৃু পরিবর্তন নিয়ে  ভারত, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতের বৈঠক

ছবি: সংগৃহীত, জীববৈচিত্র্য ও জলবায়ৃু পরিবর্তন নিয়ে ভারত, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতের বৈঠক

জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, সৌরবিদ্যুৎ ও নিউক্লিয়ার সেক্টর নিয়ে ত্রিদেশীয় বৈঠক করেছে ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বুধবার (১০ জুলাই) এ বিষয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল- দূরদর্শন (ডিডি) নিউজ।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের রোডম্যাপ অনুযায়ী বুধবারের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শৌয়াল মাইক্রোব্লগিং সাইটে বলেন, ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ২০২৩ সালের রোডম্যাপ অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে অর্থনীতি, কাঠামাগত উন্নয়ন, উদ্ভাবন, জ্বালানি, পরিবেশ, সংস্কৃতি, শিক্ষার বিষয়ে আলোচনা হয়। এছাড়া টেকসই উন্নয়ন বিষয়ে রোডম্যাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।