কিউবায় ঘূর্ণিঝড়ে নিহত ৩, আহত ১৭৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিউবায় ঘুর্নিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, ছবি: সংগৃহীত

কিউবায় ঘুর্নিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, ছবি: সংগৃহীত

কিউবার রাজধানী হাভানায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত তিন জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭৪ জন।

সোমবার (২৮ জানুয়ারি) হাভানায় প্রচণ্ড শক্তিশালী এই ঝড় আঘাত হানে। এ সময় জেট বিমানের মতো বিকট শব্দ শোনা যায় ওই এলাকায়। ঘূর্ণিঝড়ে প্রচুর গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়; এমনকি পথের যানবাহনও উল্টে যায়।

বিজ্ঞাপন

ঝড়ের পর থেকে রাজধানীর একাংশ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। নগরজুড়ে শুধু ধ্বংসাবশেষ। অনেক পুরোনো ভবন ধসে গেছে। ভবন হেলে পড়ে অনেক সড়ক বন্ধ রয়েছে। দমকল বাহিনী বিকল্প আলোর ব্যবস্থা করছে অন্ধকার স্থানগুলোতে। কিন্তু সেটা যথেষ্ট নয়।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। হতাহতদের উদ্ধার ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।

বিজ্ঞাপন

নিহতদের জন্য শোক প্রকাশ করে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট জানিয়েছেন, আহতদের উদ্ধার ও জরুরি সেবা দিতে কাজ করছে সরকার। অন্ধকারে নিমজ্জিত এলাকাগুলোর জন্য জরুরি কিছু টিম কাজ করছে।

হঠাৎ ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির উৎপত্তি মেক্সিকো উপসাগরে। ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিসম্পন্ন এই ঝড় কিউবার পশ্চিমাংশে আঘাত হানে।